
হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ : নীলফামারী
নীলফামারী দীর্ঘদিন শোষণ করেছিল ইংরেজরা। তাদের স্থানীয় নিপীড়ক নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন উত্তরের এই জেলার চাষিরা। ২০০ বছর পর সেই নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি করেন আওয়ামী ‘কসাই’খ্যাত আসাদুজ্জামান নূর। তিনি ফ্যাসিবাদী দলটির জেলা কমিটির সদস্য হলেও এই জনপদে খুনখারাবির শিরোমণি ছিলেন।